Channel786 is a Community News Network

বিজ্ঞাপনচিত্রে অভিনয় করলেন কাবা শরিফের সাবেক ইমাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪২, ২৩ নভেম্বর ২০২১

বিজ্ঞাপনচিত্রে অভিনয় করলেন কাবা শরিফের সাবেক ইমাম

সৌদি আরবের মক্কা নগরীর মসজিদে হারামের সাবেক ইমাম শায়েখ আদেল কালবানি। ইসলামের দাঈ হিসেবেও তিনি বেশ সমাদৃত তিনি। কিন্তু এবার বিতর্কিত কাজ করে বসলেন এই ইমাম। যা নিয়ে বিশ্বজুড়ে হচ্ছে সমালোচনা। 

আমিরাতভিত্তক সংবাদমাধ্যম গালফ নিউজের তথ্যমতে, ‘কমব্যাট ফিল্ড’-এর একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন পবিত্র গ্র্যান্ড মসজিদের সাবেক এই ইমাম। সেই বিজ্ঞাপনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। 

সমালোচনার ঝড় উঠেছে শায়েখ আদেল কালবানির বিরুদ্ধে। ভিডিওতে দেখা যায় যে, সৈন্যরা যুদ্ধে নিযুক্ত এবং যুদ্ধের অস্ত্র ব্যবহার করছে। ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে শায়েখ আদেল কালবানিকে একটি সংক্ষিপ্ত এন্ট্রি করতে দেখা গেছে। 

সৌদি আরবের ‘জেনারেল অথরিটি ফর এন্টারটেইনমেন্ট’ এর ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন জনপ্রিয় তারকা তুর্কি আল-শেখ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ