Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ব্রিটেনের শীর্ষ বাংলাদেশি আলেম মাওলানা তহুরের দাফন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৩, ২০ নভেম্বর ২০২১

ব্রিটেনের শীর্ষ বাংলাদেশি আলেম মাওলানা তহুরের দাফন সম্পন্ন

লন্ডন এশাআতুল ইসলাম ফোর্ড স্কয়ার মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং লন্ডন ইসলামিক স্কুলের প্রিন্সিপাল ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের অন্যতম উপদেষ্টা মাওলানা তহুর উদ্দীনের জানাজা সম্পন্ন হয়েছে গতকাল ১৯ নভেম্বর। 

এশাআতুল ইসলাম ফোর্ড স্কয়ার মসজিদে অনুষ্ঠিত এই জানাজায় ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামারা যোগ দেন। এরপর তার দাফন অনুষ্ঠিত হয় গার্ডেন অব পিসে। 

মাওলানা তহুর উদ্দিন ইন্তেকাল করেছেন গত ১২ নভেম্বর তার বার্মিংহামের নিজ বাসভবনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। 

যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ এই আলেম ১৯৪৫ সালে সিলেটের বিশ্বনাথ উপজেলাধীন দশঘর ইউনিয়নের অন্তর্গত বরুনী গ্রামে জন্মগ্রহণ করেন। 

শিক্ষাজীবন শেষে মাওলানা তহুর উদ্দিন ইলমে দ্বীন বিস্তারে আত্বনিয়োগ করেন। তিনি বালাগন্জের মাজাহিরুল উলুম বুরুঙ্গা হাজীপুর মাদ্রাসা এবং শেরপুর আনওয়ারুল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। ১৯৭৭ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ