Channel786 is a Community News Network

দেড় বছর পর সৌদির প্রধান দুই মসজিদে জুমা আদায়

সৌদি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৯, ২৩ অক্টোবর ২০২১

দেড় বছর পর সৌদির প্রধান দুই মসজিদে জুমা আদায়

সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ হিসেবে পরিচিত মসজিদ আল হারাম এবং মসজিদে নববীতে পূর্ণ ধারণ ক্ষমতায় গতকাল ২২ অক্টোবর জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারি শুরুর পর প্রথমবারের মতো প্রধান দুই মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করলেন মুসুল্লিরা। 

সম্প্রতি এই দুই মসজিদে সামাজিক দূরত্বের বিধান তুলে নেওয়া হয়েছে। দেড় বছর পর এমন দৃশ্য দেখে মুসল্লিরা উচ্ছ¡াস প্রকাশ করেছেস। প্রসঙ্গত, করোনা মহামারি শুরুর পর থেকেই সেখানে নামাজ আদায়ের ক্ষেত্রে বিধিনিষেধের কবলে পড়েন মুসল্লিরা। বিশেষ করে মক্কা ও মদিনার মানুষদের ওপর এর প্রভাব পড়ে সবচেয়ে বেশি। 

এরপর গত ১৭ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে শিথিলতা কার্যকর করা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়, পূর্ণ ধারণ ক্ষমতায় ওই দুই মসজিদে নামাজ আদায় করা যাবে। সেক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। তবে অন্যান্য স্থানে ভ্রমণের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক নয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ