Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাজ্যের পথে মাঝ আকাশে জন্ম নিয়েছে আফগান এক শিশু কন্যা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫২, ২৯ আগস্ট ২০২১

যুক্তরাজ্যের পথে মাঝ আকাশে জন্ম নিয়েছে আফগান এক শিশু কন্যা

তুরস্কের সংবাদ মাধ্যম জানায়, আফগানিস্তান থেকে উদ্ধারকারী একটি ফ্লাইট যুক্তরাজ্যে অবতরণ করেছে একজন অতিরিক্ত যাত্রী নিয়ে কারণ, কেবিন ত্রু সদস্যদের সহায়তায় মাঝ আকাশে একটি মেয়ে শিশুর জন্ম হওয়ায় যাত্রী সংখ্যা বেড়ে যায়।


সংবাদ মাধ্যম জানায়, প্রথাগত সেই ডাক, " প্লেনে কি কোনো ডাক্তার আছেন" এই ঘোষণার পর, কোনো উত্তর না এলে, টার্কিশএয়ারলাইন্স ‘এর এক সদস্য, ৩০,০০০ ফুট উচ্চতায় ২৬ বছর বয়সী আফগান তরুণী, সোনাম নুরী'র প্রসবে সহায়তা করেনI ডেমিরোরেন বার্তা সংস্থা বলছে মেয়েটির নাম রাখা হয়েছে হাও’ওয়া যার মানে হচ্ছে সন্ধ্যা।


সোনাম ও তার স্বামীকে কাবুল থেকে উদ্ধার করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই নিয়ে যাওয়া হয়, তারপর তারা বার্মিংহামের উদ্দেশ্যে পাড়ি জমানI
তবে উড়োজাহাজটি আকাশে উড়ার পর সোনামের প্রসব ব্যথা শুরু হয় এবং তাদের তৃতীয় শিশুর জন্ম হয় বিমান কর্মীদের সহায়তায়I
(এপি)


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ