করোনার বিস্তার ঠেকাতে এবার কঠোর ব্যবস্থা নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে এখন থেকে স্বাস্থ্যবিধি না মানলে সাড়ে পাঁচ হাজার ডলার জরিমানা গুনতে হবে।
মিথ্যা তথ্য দিয়ে কোয়ারেন্টিনে না থাকা এবং স্বাস্থ্যবিধি না মানলে ওই অর্থদণ্ডে দণ্ডিত করার ঘোষণা দেওয়া হয়েছে। খবর সৌদি গ্যাজেটের।
এ ছাড়া জেনেশুনে কোনো বিদেশি করোনাভাইরাস নিয়ে আমিরাত আসলে তাকেও এ অর্থদণ্ড দিতে হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
করোনায় আক্রান্ত কেউ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বাইরে বের হলে প্রাণঘাতী এ ভাইরাস ছড়ানোর অভিযোগে তার জরিমানার অঙ্ক দ্বিগুণ করা হবে।
এ ছাড়া এক ফ্ল্যাটে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারীদেরও এ শাস্তির আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।