
তালেবানের জ্যেষ্ঠ কর্মকর্তা আমির খান মুতাকি। সংগৃহীত
আফগানিস্তানে আতঙ্ক তৈরি এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্য যুক্তরাষ্ট্রকে দুষছে তালেবান। তালেবানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আজ রোববার এমনটি বলেন।
কাবুল বিমানবন্দর পরিস্থিতি নিয়ে তালেবানের জ্যেষ্ঠ নেতা আমির খান মুতাকি বলেন, এখন একমাত্র বিশৃঙ্খলপূর্ণ এলাকা হলো কাবুল বিমানবন্দর। যেখানে মানুষজনকে গুলি করে হত্যা করা হচ্ছে।
ভবিষ্যতের আফগান সরকার গঠনের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মুতাকি।
তালেবানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নিজেদের পরাজয় লুকানোর জন্য উদ্ধারের নাটক করছে যুক্তরাষ্ট্র।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।