Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ডেল্টায় তিন মাসেই ফুরিয়ে যায় টিকার কার্যকারিতা!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৭, ১৯ আগস্ট ২০২১

ডেল্টায় তিন মাসেই ফুরিয়ে যায় টিকার কার্যকারিতা!

ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে মাত্র তিন মাসেই ফুরিয়ে যায় ফাইজার-বায়োএনটেক আর অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা৷ সম্প্রতি ব্রিটেনের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

গবেষণায় আরো দেখা যায়, ফাইজার-বায়োএনটেক ও অ্যাস্ট্রাজেনেকার দুইটি ডোজ টিকা গ্রহণের পরে যারা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন, তাদের শারীরিক অবস্থা অন্যান্য ভ্যারিয়েন্টগুলোর প্রভাবের থেকে বেশি খারাপ হচ্ছে।

অক্সফোর্ড ইউনিভার্সিটি ৩ মিলিয়ন বাসিন্দার করোনা পরীক্ষার নাক এবং গলার স্যাম্পল পর্যালোচনা করে জানায়, ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের ৯০ দিন পর কার্যকারিতা ৭৫ থেকে ৬১ শতাংশ পর্যন্ত নেমে আসে।

যাদের বয়স ৩৫ ও এর বেশি, তাদের ক্ষেত্রে টিকার কার্যকারিতা ৮৫ থেকে ৬৮ এর মধ্যে নেমে আসে।

অক্সফোর্ডের মেডিকেল পরিসংখ্যানের প্রফেসর এবং জরিপের প্রধান ইনভেস্টিগেটর সারাহ ওয়াকার বলেন, দুইটি ভ্যাকসিন এখনো ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বেশ ভালো সুরক্ষা দিচ্ছে'।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ