Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

হাইতিতে মানবিক বিপর্যয়, মৃত্যু ছাড়াল ২ হাজার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:১১, ১৮ আগস্ট ২০২১

হাইতিতে মানবিক বিপর্যয়, মৃত্যু ছাড়াল ২ হাজার

গত শনিবার (১৪ আগস্ট) সকালে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে হাইতিতে। এর জেরে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির বিশাল এলাকা। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ২ হাজার। আহত হয়েছেন আরো ১০ সহস্রাধিক মানুষ। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে ৩ হাজারেরও বেশি বাড়ি-ঘর।

আজ ১৮ আগস্ট এসব তথ্য জানিয়েছে দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সি। তারা জানায়, উদ্ধার কাজ অব্যাহত আছে। প্রতি মুহূর্তেই বাড়ছে মৃতের সংখ্যা। আহতদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সবমিলিয়ে মানবিক বিপর্যয় মারাত্মক আকার ধারণ করেছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এই দুর্যোগকে ‘ব্যাপক ক্ষতি’ আখ্যায়িত করে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হাইতির সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। এ জায়গাটি রাজধানী পোর্ট-অব-প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ