Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কাবুলে ঢুকে পড়েছে তালেবান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৯, ১৫ আগস্ট ২০২১

কাবুলে ঢুকে পড়েছে তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়তে শুরু করেছে তালেবান বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তালেবান এ খবর জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস থেকে কূটনীতিকদের সরিয়ে নিয়েছে।

তালেবানের হাতে জালালাবাদের পতনের কয়েক ঘণ্টার মধ্যে তালেবান বাহিনী কাবুলে প্রবেশ করতে শুরু করল।

দোহায় এক তালেবান নেতা জানিয়েছেন, যোদ্ধাদেরকে সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। আর যারা কাবুল ত্যাগ করতে চায়, তাদেরকে নিরাপদে চলে যেতে দেয়ার ব্যবস্থা করার নির্দেশও দেয়া হয়েছৈ।

প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার প্রতিরোধ গড়ে তুলবে না আত্মসমর্পণ করবে, তা নিশ্চিত নয়। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, তালেবান বাহিনী সব দিক থেকে কাবুল প্রবেশ করছে। তিনি অবশ্য বিস্তারিত কিছু বলেননি।
আফগান প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়, কাবুলের বিভিন্ন স্থান থেকে গুলি বর্ষণের খবর আসছে।

এর আগে তালেবান বাহিনী জালালাবাদ ও খোশত প্রদেশের রাজধানী দখল করে। এর ফলে আফগান সরকারের হাতে থাকে কেবল রাজধানী কাবুল ও ৩৪টি প্রদেশের মধ্যে মাত্র ৫টি প্রদেশের রাজধানী।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ