আবারও নিলামে দাম উঠেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপেল’র প্রতিষ্ঠাতা স্টিভ জবসের প্রথম চাকরির আবেদনপত্র। সেটির দাম হাঁকা হয়েছে ৩ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার।
যা বাংলাদেশি মুদ্রায় হবে আড়াই কোটি টাকা!
স্টিভ জবসের বয়স যখন ১৮ বছর, তখন একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলেন। স্টিভ জবসের জীবনে প্রথম ও শেষ চাকরির আবেদনপত্র বলে কথা! এ খবর দিয়েছে সিএনবিসি।
সম্প্রতি পুরনো হালকা হলদে কাগজটি নিলামে উঠতেই দাম হাঁকা হলো আড়াই কোটি টাকা। হাতে লেখা ওই আবেদনপত্রে স্টিভ জবস নিজেই জানিয়েছিলেন, তখনকার সময়ে তার কাছে মোবাইল ফোন ছিলো না। শুধু ছিল ড্রাইভিং লাইসেন্স।
এছাড়া স্টিভ জবসের চাকরির আবেদনপত্র বলেই শুধু নয়, ওই পুরনো কাগজটির মধ্যে কিছু অভিনব একটা ব্যাপার রয়েছে। এজন্য এত অর্থ দিয়ে সেটি কেনা হয়েছে।
স্টিভ জবসের চাকরির আবেদনপত্র নিলামে উঠার ঘটনা প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার নিলাম হয়েছে ওই কাগজটির। গত মার্চেই একটি নিলামে তার দাম উঠেছিলো এক কোটি ৭০ লাখ টাকা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।