অফিসে যোগ দানের আগে করোনাভাইরাসের টিকা নিতে হবে বলে জানিয়েছে মার্কিন টেক জায়ান্ট গুগল। যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির মূল অফিসে এই কার্যক্রম কয়েক সপ্তাহের মধ্যে শুরু হবে। আর বিশ্বব্যাপী গুগলের এক লাখ ৪৪ হাজার কর্মীদের পর্যায়ক্রমে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই।
এক ইমেইল বার্তায় তিনি বলেন, ‘যদি কেউ অফিসে আসতে চান, অবশ্যই তাকে টিকা নিতে হবে।’
এ দিকে ভারতীয় ডেলতা ধরন ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিশ্ব জুড়ে গুগলের অফিস ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত খোলা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এই মহামারির মধ্যে ২০২১ সাল পর্যন্ত কর্মীদের হোম অফিস করার সুযোগ দিচ্ছে গুগল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।