নানজিংয়ে নতুন করে করোনা ছড়িয়ে পড়েছে
চীনের পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ে নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে । জারি করা হয়েছে লকডাউন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, গেলো সপ্তাহে বিমানবন্দরের কয়েকজন কর্মকর্তার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে। নতুনভাবে ছড়াতে থাকে ভাইরাসটি। এরইমধ্যে দেড় শতাধিক মানুষের শরীরে মিলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। যা সাধারণ করোনার তুলনায় ৭০ গুণ বেশি শক্তিশালী।
সংক্রমণ ঠেকাতে বিমানবন্দর, হাইওয়ে, বাস টার্মিনাল এবং খাবার সরবরাহ ও বিনোদন সংশ্লিষ্ট জায়গাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজন ছাড়া, বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। লকডাউনের মধ্যেই গণ নমুনাপরীক্ষা শুরু হয়েছে।