Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ব্যবসা-বাণিজ্যের জন্য ভারত এখনও কঠিন`: মার্কিন রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩২, ২৫ জুলাই ২০২১

ব্যবসা-বাণিজ্যের জন্য ভারত এখনও কঠিন`: মার্কিন রিপোর্ট

'ভারতে বিনিয়োগে লাল ফিতার আমলাতান্ত্রিক জটিলতার ফাঁস খুলতে বেশ সময় অপচয় করতে হয় বাণিজ্যিক সংস্থাগুলোকে। ব্যবসা-বাণিজ্যের জন্য ভারত এখনও কঠিন ঠাঁই', ভারতের বিনিয়োগবান্ধব পরিস্থিতি সম্বন্ধে ঠিক এই ভাষাই ব্যবহার করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। দফতরের রিপোর্টে উঠে এসেছে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব এবং সংশোধিত নাগরিকত্ব আইনের মতো প্রসঙ্গও।


মার্কিন পররাষ্ট্র দফতরের রিপোর্ট ‘২০২১ ইনভেস্টমেন্ট ক্লাইমেট স্টেটমেন্ট: ইন্ডিয়া’য় বর্ধিত শুল্ক হার, আমদানি-রফতানির ক্ষেত্রে কড়া নিয়মবিধির কথাও উল্লেখ হয়েছে। বলা হয়েছে, 'স্বচ্ছতায় (পরিষ্কার-পরিছন্ন) বিষয়ে ভারতের সরকারি পদক্ষেপ বিজ্ঞানসম্মত নয়। এমনকি সেই পদ্ধতি আন্তর্জাতিক মাপকাঠির সঙ্গে খাপ খায় না।'

মার্কিন রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, ‘দ্বিতীয় বার ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যেই দু’টি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ভারতের মোদী সরকার। একটি, অনুচ্ছেদ ৩৭০ বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ। অন্যটি, সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ পাশ। এই দুই ঘটনার জেরে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে।'

তবে, করোনার অতিমারি সঙ্কট থেকে দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের ‘জনকল্যাণমূলক’ প্রকল্প এবং স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে মার্কিন রিপোর্টে। সেই সঙ্গে বিদেশি বিনিয়োগের পথ খুলতে কেন্দ্রের নতুন শ্রমবিধি এবং কৃষি ক্ষেত্র-সহ আর্থিক ক্ষেত্রে কাঠামোগত সংস্কারের প্রসঙ্গও রয়েছে ওই রিপোর্টে।

এদিকে, গত ফেব্রুয়ারির বাজেট বক্তৃতায় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২.৪ বিলিয়ন মার্কিন ডলার বেসরকারিকরণের মাধ্যমে কোষাগারে তুলতে লক্ষ্যমাত্রা বেঁধেছিলেন। এই উদ্যোগ সফল হলে আর্থিক ক্ষেত্রে সরকারের ভূমিকা কমবে। পাশাপাশি গত মার্চে বিমাশিল্পে বিদেশী বিনিয়োগের সর্বোচ্চ মাত্রা বাড়িয়েছে মোদী সরকার। ৪৯% থেকে বাড়িয়ে ৭৪% করা হয়েছে এই হার।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ