Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

টয়লেটে বসে পশ্চাৎপদে সাপের ছোবল খেলেন বৃদ্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৮, ২৩ জুলাই ২০২১

টয়লেটে বসে পশ্চাৎপদে সাপের ছোবল খেলেন বৃদ্ধ

সকাল বেলায় টয়লেটে গিয়ে অস্ট্রিয়ার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ ১.৬ মিটার লম্বা একটি সাপের ছোবল খেয়েছেন। পুলিশের ধারণা- বৃদ্ধের প্রতিবেশীর বাড়ি থেকে পালিয়ে জলের পাইপের মধ্যদিয়ে সাপটি টয়লেটে ঢুকেছিলো। পরবর্তীতে সাপটি তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ওই বৃদ্ধ জানান, ‘আমি টয়লেটে বসা মাত্রই আমার পশ্চাৎদেশে ব্যথা অনুভব করি। সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়াই। সেখানেই টয়লেটের ভেতরে অ্যালবিনো রেটিকুলেটেড পাইথনটি দেখতে পাই।’

প্রাথমিকভাবে ধারণা করা হয়- সাপটি হয়তো বৃদ্ধের ২৪ বছর বয়সী প্রতিবেশীর বাড়ি থেকে পালিয়ে এসেছে। তবে কীভাবে পালিয়ে এসেছে এবং তার টয়লেটে কীভাবে আসলো তা নিশ্চিত হওয়া যায়নি।

পরবর্তীতে একজন সরীসৃপ বিশেষজ্ঞকে ডেকে সাপটিকে তার মালিককে হস্তান্তর করা হয়।


পুলিশ জানিয়েছে, যুবকটি ১২টি সাপ তার বাড়িতে রেখেছিলো। তবে সাপগুলো বিষধর ছিল না। তারপরও অবহেলা করে কারো শারীরিক ক্ষতি করার অভিযোগে তদন্তের মুখোমুখি হতে হবে তাকে। যদিও বৃদ্ধয়ের তেমন কোনো ক্ষতি হয়নি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ