দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে করোনায় আক্রান্ত হয়ে জুলফিকার আহমদ (৪৮) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে ১৩ জন প্রবাসীর মৃত্যু হলো।
দেশটি থেকে প্রবাসীরা জানান, মোজাম্বিকের মানিকা প্রদেশের সিমুই সিটির ব্যবসায়ী জুলফিকার আহমদ দশ দিন আগে করোনায় আক্রান্ত হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে ২২ জুলাই (বুধবার) স্থানীয় সময় রাত ৯টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জুলফিকার আহমদের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।