Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আরবের যে সব দেশে নিষিদ্ধ ছিল ঈদের নামাজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৩, ২১ জুলাই ২০২১

আরবের যে সব দেশে নিষিদ্ধ ছিল ঈদের নামাজ

করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকাতে আরবের চারটি দেশে নিষিদ্ধ ছিল এবারের ঈদুল আজহার নামাজ। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকাতে মৌরিতানিয়া, মরক্কো, ওমান এবং তিউনিসিয়ায় এবারের ঈদুল আজহার নামাজ নিষিদ্ধ ছিল। এদিকে মিশর, সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত এবং জর্ডানে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এই সব দেশে ঈদগাহে মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন।

চলতি বছর সৌদি আরব নিজের দেশে থাকা ৬০ হাজার মুসল্লিকে হজ পালনের অনুমতি দিয়েছে। সৌদির রাজধানী রিয়াদ থেকে হজ করতে এসেছেন উম আহমেদ নামের ফিলিস্তিনি একজন মুসল্লি। তিনি বলেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি যাতে এই খারাপ সময় কেটে যায়।

সিরিয়ার মুসল্লি মাহের বারোদি বলেন, হজে এসে আমি প্রার্থনা করেছি যাতে এই মহামারি শেষ হয়ে যায়।

২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনার সংক্রমণ শুরু হয়। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বের ১৯২টি দেশে এ পর্যন্ত ৪০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ