Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ঈদের নামাজ পড়তে গিয়ে হামলার শিকার মালির প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৩১, ২১ জুলাই ২০২১

ঈদের নামাজ পড়তে গিয়ে হামলার শিকার মালির প্রেসিডেন্ট

মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসসিমি গোয়েতা পবিত্র ঈদুল আজহার নামাজ পড়তে গিয়ে হামলার শিকার হয়েছেন। আজ মঙ্গলবার দেশটির রাজধানী বামাকোর প্রধান মসজিদে এ ঘটনা ঘটে। প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে জানানো হয়, দু’জন সশস্ত্র ব্যক্তি এ হামলা চালায়। এর মধ্যে একজন পেছন থেকে ছুরি দিয়ে হামলা চালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গেই গোয়েতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

আজ মঙ্গলবার এক টুইটার পোস্টে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, হামলাকারীদের তাৎক্ষণিকভাবে নিরাপত্তা রক্ষীদের হেফাজতে দেওয়া হয়েছে। হামলার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট গোয়েতা সুস্থ ও নিরাপদে আছেন। তাকে বামাকোর বাহিরে কাতির সামরিক শিবিরে নেওয়া হয়েছে।

এর আগে গত মাসেই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৩৭ বছর বয়সী এই নেতা। মাত্র নয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো মালির ক্ষমতা দখল করেছেন তিনি। সূত্র: আলজাজিরা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ