Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীর করোনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৫, ১৮ জুলাই ২০২১

আপডেট: ২৩:৫৮, ১৮ জুলাই ২০২১

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীর করোনা

সাজিদ জাভিদ

পূর্ণ ডোজ ভ্যাকসিন নিয়েও করোনা থেকে রক্ষা পেলেন না ব্রিটেনের নতুন স্বাস্থ্যসন্ত্রী সাজিদ জাভিদ। ভাইরাসটি ধরা পড়েছে তার শরীরে।

শনিবার (১৭ জুলাই) রাতে টুইটারে করোনা আক্রান্ত হবার ব্যাপারটি নিজেই নিশ্চিত করেন সাজিদ জাভিদ। তিনি জানান, উপসর্গ দেখা দেয়ার সাথে সাথে পিসিআর টেস্টে নমুনা দেন। কোভিড পজিটিভ আসে। আইসোলেশনে আছেন তিনি। সেখান থেকেই সাড়বেন দাপ্তরিক সকল কাজ।

করোনা শনাক্তের আগের দিন শুক্রবারই (১৬ জুলাই) প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে জরুরি বৈঠকে বসেন সাজিদ জাভিদ। তবে বরিস জনসন কোয়ারেন্টাইনে আছেন কিনা- তা জানা যায়নি। করোনা শিষ্টাচার ভাঙায় গেলো মাসেই পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এরপরই দায়িত্ব নেন সাজিদ জাভিদ। ১৮ জুলাই থেকেই করোনার বিধিনিষেধ তুলে নেয়ার কথা দেশটির। তবে দেশটির স্বাস্থ্যবিদদের আশঙ্কা- বিধিনিষেধ তুলে নিলে বহুগুণে বাড়বে করোনার বিস্তার। 


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ