
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডমে ৯ দিন আগে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসারত অবস্থায় মারা গেলেন দেশটির জনপ্রিয় অপরাধ প্রতিবেদক পিটার আর ডি ভ্রাইস।
তার এক আত্মীয় বিবৃতিতে জানান, শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করে গেছেন পিটার। কিন্তু জীবনের শেষ লড়াইয়ে জয়ী হতে পারেননি।
টিভি স্টুডিও থেকে বের হওয়ার পরপরই মাথায় গুলিবিদ্ধ হন ৬৪ বছর বয়সী এই সাংবাদিক। খুব কাছ থেকে তার শরীরে ও মাথায় ৫টি গুলি করা হয়।
এ ঘটনা দেশটির জনগণকে হতবাক করে দেয়। কেননা নেদারল্যান্ডের ড্রাগ মাফিয়ার বিষয়ে প্রতিবেদন করেছিলেন পিটার। তার প্রতিবেদনের দুই মাদক কারবারি নেতাকে গ্রেফতার করা হয়।
ড্রাফ মাফিয়ার পাশাপাশি ১৯৮৩ সালের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিয়ার প্রতিষ্ঠানের মালিক ফ্রেডি হেইনকেইনকে অপহরণ নিয়েও অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেন পিটার।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।