Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জার্মানি-বেলজিয়ামে ভয়াবহ বন্যা: মৃত্যু ৭০, নিখোঁজ ১৩০০

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০২:৩২, ১৭ জুলাই ২০২১

জার্মানি-বেলজিয়ামে ভয়াবহ বন্যা: মৃত্যু ৭০, নিখোঁজ ১৩০০

১০০ বছরে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখেছে পশ্চিম ইউরোপ। তীব্র বন্যায় জার্মানি ও বেলজিয়ামে মারা গেছেন অন্তত ৭০ জন এবং নিখোঁজ রয়েছে অন্তত ১৩০। এছাড়া স্রোতে ক্ষতিগ্রস্থ হয়েছে জার্মানির হাজার হাজার ঘরবাড়ি।

পানির তীব্র স্রোতে দক্ষিণ-পশ্চিম জার্মানির বিভিন্ন শহর ও গ্রাম প্লাবিত হয়েছে। অসংখ্য ভবন বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গের কিছু অংশ।

এ বন্যায় জার্মানিতে এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এছাড়া বেলজিয়ামে মারা গেছে ১১ জন। দুই দেশেই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।

জার্মানির পরিবেশবীদ আন্দ্রেস ফ্রাইডরিক সিএনএনকে জানান, গত ১০০ বছরে দেশের বিভিন্ন অংশে এমন বৃষ্টিপাত হয়নি। কোথাও কোথাও স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বৃষ্টি হওয়ায় এমন বন্যা দেখা গেছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ