Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

অক্সিজেন এবার পকেটে নিয়েও ঘোরা যাবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০২:৩০, ১৭ জুলাই ২০২১

অক্সিজেন এবার পকেটে নিয়েও ঘোরা যাবে

শ্বাসতন্ত্রের রোগ করোনা গুরুতর আকার নিলে রোগীকে মেডিকেল অক্সিজেন দিতে হয়। কিন্তু মহামারি পরিস্থিতির অবনতি ঘটলে হাসপাতালসহ সর্বত্র দেখা দেয় এর ঘাটতি। আর উন্নয়নশীল দেশসমূহে এই ঘাটতি দেখা দিলে কী ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেয়, তা ইতোমধ্যে দেখেছে বিশ্ববাসী।

এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন ভারতের প্রযুক্তিবিষয়ক জাতীয় শিক্ষাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি কানপুর ক্যাম্পাসের সাবেক ছাত্র ড. সন্দীপ পাটিল। তিনি ও তার প্রতিষ্ঠান ই-স্পিন ন্যানোটেক প্রাইভেট লিমিটেডের কর্মীরা এমন একটি বোতল উদ্ভাবন করেছেন, যার ভেতরে ১০ লিটার রাখা সম্ভব এবং সাধারণ অ্যারোসল স্প্রে বোতলের মতো এটি পকেটেও রাখা যাবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ