Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ডারবানের একটি মসজিদে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৮, ১৪ জুলাই ২০২১

ডারবানের একটি মসজিদে অগ্নিসংযোগ

দক্ষিণ আফ্রিকায় জ্যাকব জুমার মুক্তির দাবিতে চলমান আন্দোলন চরম সহিংসতায় রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবান অঞ্চলের একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

কে বা কারা, কী উদ্দেশ্যে মসজিদে অগ্নিসংযোগ করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ডারবানে মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত এলাকাটিতে মসজিদের পার্শ্ববর্তী আরও একটি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।রোববার থেকে মসজিদে অগ্নিসংযোগের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষ।

এদিকে, আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে দেশটির বিভিন্ন অঞ্চলে সেনা টহল বাড়ানো হয়েছে। চলমান সংহিতায় এ পর্যন্ত পুলিশের গুলিতে ছয়জন মারা গেছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ