Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইরাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন, নিহত অন্তত ৫০

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৫, ১৩ জুলাই ২০২১

ইরাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন, নিহত অন্তত ৫০

ইরাকে একটি হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আগুনের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে৷ মঙ্গলবার (১৩ জুলাই) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১২ জুলাই) বিকেলে দেশটির উত্তরাঞ্চলীয় শহর নাছিরিয়ার আহ-হোসেইন হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আসে। 

আগুনের কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিক ধারণা মতে তা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের কারণে হয়েছে৷ 

ঘটনায় হাসপাতালের প্রধানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদেমি। বর্তমানে হাসপাতালের বাইরে রোগীদের স্বজনেরা বিক্ষোভ করছেন। রয়টারের প্রতিবেদনে বলা হয়, স্বজনরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন এবং পুলিশের দুটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে। 

একজন মেডিকেল অফিসার এএফপিকে জানান, ৭০ বেডের করোনা আইসোলেশন কেন্দ্রটি মাত্র তিনমাস আগে তৈরি করা হয়। আগুনের সময় অন্তত ৬৩ জন সেখানে উপস্থিত ছিল৷ 

হাসপাতালের এক গার্ড রয়টারকে জানান, আমি প্রথমে করোনা ওয়ার্ড থেকে এক বিকট বিস্ফোরণ শুনতে পাই। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। 

ইরাকে করোনা হাসপাতালে এবারই আগুন প্রথম নয়। এর আগে এপ্রিলে বাগদাদের একটি হাসপাতালে আগুনের ঘটনায় ৮২ জনের মৃত্যু হয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ