Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সেলফি তোলার সময় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৫, ১২ জুলাই ২০২১

সেলফি তোলার সময় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু

ভারতের জয়পুরে রবিবার বজ্রপাতে মারা গেছেন কমপক্ষে এগারো জন মানুষ।

আরো অনেকে আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

জয়পুরের জনপ্রিয় পর্যটন গন্তব্য আমের ফোর্টের ওয়াচ টাওয়ারে উঠে সেলফি তুলছিলেন একদল পর্যটক এসময়ই বজ্রপাত হয়।

ঘটনাটি ঘটার সময় দুর্গের টাওয়ারে এবং দেয়ালে ২৭ জনের মতো মানুষ ছিল, কয়েকজন বাঁচার জন্য লাফও দেয়।২০০৪ সাল থেকে প্রতি বছর প্রায় ২ হাজার ভারতীয় বজ্রপাতে মারা যাচ্ছেন।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, এই টাওয়ারটি দুর্গের বেশ জনপ্রিয় একটা জায়গা, যারা মারা গেছেন সবাই ছিলেন কম বয়সী।

জয়পুর যে রাজ্যে অবস্থিত সেই রাজস্থানের অন্যান্য জায়গায় আরো নয়জন বজ্রপাতে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

যারা মারা গেছেন প্রত্যেকের পরিবারের জন্য ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অমোক গেহলট।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ