Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

অবশেষে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৪, ১১ জুলাই ২০২১

অবশেষে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন নেতানিয়াহু

ক্ষমতা হারানোর পরও জেরুসালেমে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছেড়েছিলেন না ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশেষে রাষ্ট্রীয় ক্ষমতা হারানোর প্রায় এক মাস পর আনুষ্ঠানিকভাবে সেই বাসভবন ছেড়েছেন নেতানিয়াহু। 

আজ রবিবার এ খবর জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজ। এতে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দেওয়া ডেটলাইনের ৫ ঘণ্টা আগে তিনি আলোচিত বাসভবন ছাড়েন। এর আগে, গত ১৪ জুনের নির্বাচনে বেনেটের কাছে হেরে ক্ষমতা থেকে ছিটকে যান নেতানিয়াহু। ফলে শেষ হয় তার দীর্ঘ ১২ বছরের শাসনকাল।

উল্লেখ্য, নাফতালি বেনেটের কাছে ক্ষমতা হারানো নেতানিয়াহু তার দীর্ঘ ১২ বছর ধরে থাকা আলোচিত সেই বাসভবন ছাড়েন। নেতানিয়াহু ২০০৯ সাল থেকে সেখানে বসবাস করে আসছিলেন। নেতানিয়াহু তার পরিবার নিয়ে উত্তর ইসরাইলের কেয়সারিয়া এলাকায় নিজেদের বাসায় গিয়ে উঠেন।

সংবাদটি শেয়ার করুনঃ