তুরস্ক সীমান্তে বাংলাদেশিসহ ১২ অভিবাসনপ্রত্যাশী নিহত
ইরান-তুরস্ক সীমান্ত অভিবাসপ্রত্যাশি পিকআপ দুর্ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৬ জন। খবর বিবিসির।
প্রতিবেদেন বলা হয়েছে, ইরান সীমান্ত পাড়ি দিয়ে তুরস্ক প্রবেশ করছিল অভিবাসনপ্রত্যাশিরা। লক্ষ্য ছিলো ইউরোপ প্রবেশের। কিন্তু সীমান্তপথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী পিকআপ। উল্টে গেলে আগুন ধরে যায় গাড়িতে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়। নিহতরা পাকিস্তান-বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিক ছিলো। তবে কোন দেশের কত নাগরিক মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
তুরস্ক হয়ে এভাবে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা এটাই নতুন নয়। সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে দেশটি।
চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610, +1 (718) 355-9232 এই নাম্বারে।