করোনা প্রতিরোধে বুস্টার ডোজ!
করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রয়োগের পরামর্শ দিয়েছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার। যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার ফাইজারের প্রধান বিজ্ঞানী মাইকেল ডলস্টেন এ কথা জানান। তারমতে, টিকা গ্রহণের ছয় মাসের মধ্যে আবার সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বুস্টার ডোজের পরামর্শ দিয়েছেন তিনি।
মাইকেল ডলস্টেন জানান, শক্তিশালী ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত বিস্তার ঘটাচ্ছে। এটি রোধে আগস্ট মাস থেকেই বুস্টার ডোজ প্রয়োগ শুরুর আহ্বান জানান তিনি। ফাইজারের এক গবেষণায় দাবি করা হয়েছে, সেকেন্ড ডোজের তুলনায় পাঁচ থেকে দশ গুণ বেশি অ্যান্টিবডি তৈরিতে সহায়ক বুস্টার ডোজ।
চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610, +1 (718) 355-9232 এই নাম্বারে।