
দুবাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ
গভীর রাতে ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে উঠল সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই। বুধবার জেবেল আলি বন্দরে নোঙর থাকা এক মালবাহী জাহাজে হঠাৎ আগুন লাগে। তা থেকেই এই বিস্ফোরণ বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে।
খবরে বলা হয়েছে, বিস্ফোরণের আঘাত ভয়ংকর ছিলো। প্রায় ১৫ কিলোমিটার দূরেও সেটি অনুভূত হয়। আগুনের আভা দেখা যায় শহরজুড়ে। তবে, দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো দাহ্য বস্তু থেকে এই বিস্ফোরণ বলে কর্তৃপক্ষ জানায়।
প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা। বিস্ফোরণের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610 এই নাম্বারে।