Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

প্রথমবার গভর্নর জেনারেল পদে আদিবাসী নেতা

ঐতিহাসিক পদক্ষেপ নিলো কানাডা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০১:২৭, ৮ জুলাই ২০২১

ঐতিহাসিক পদক্ষেপ নিলো কানাডা

ম্যারি সিমন

ঐতিহাসিক এক পদক্ষেপ নিল কানাডা। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো গভর্নর জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছে আদিবাসী সম্প্রদায়ের এক নেতাকে। মঙ্গলবার ম্যারি সিমনকে নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

দেশটির একাধিক পরিত্যক্ত আদিবাসী স্কুলে গণকবরের সন্ধান যখন মিললো ঠিক সেরকম সময়ে এমন পদক্ষেপ নিলো ট্রুডো প্রশাসন।ঐতিহ্য অনুযায়ী, রানী এলিজাবেথের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ম্যারি সিমন কানাডার আদিবাসী পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। দীর্ঘদিন ধরেই অধিকার বঞ্চিত আদিবাসীদের জন্য কাজ করছেন তিনি। দায়িত্ব পালন করেছেন কূটনীতিক হিসেবেও। 

এদিকে, কানাডায় নিজ গোষ্ঠীগুলোর শিশু কল্যানের দায়িত্ব তুলে দেয়া হয়েছে আদিবাসী সংঘ কাওসেস ফার্স্ট নেশনকে। সরকারের সাথে এক চুক্তির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 


চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ