Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

লস এঞ্জেলেসে হাত-মুখ বাঁধা অবস্থায় নারীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৫, ৭ জুলাই ২০২১

আপডেট: ১৭:০৬, ৭ জুলাই ২০২১

লস এঞ্জেলেসে হাত-মুখ বাঁধা অবস্থায় নারীর লাশ উদ্ধার

সাউথ লস এঞ্জেলেসের নিজ বাড়ি থেকে মুখে ট্যাপ গোঁজা ও হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) মুখপাত্র জানান, রবিবার (৪ জুলাই) ভোররাতে ৫৪ বছর বয়েসী ফাতিমা জনসনসের মৃতদেহ উদ্ধার করে ফায়ারফাইটার প্যারামেডিক্সের একটি দল।

সাউথ লস এঞ্জেলেসের এক্টিভিস্ট নাজি আলি বলেন, ফাতিমা জনসনের মৃতদেহটি হাত-পা বাঁধা ও মুখে ট্যাপ গোঁজা অবস্থায় ৭৬০০ ব্লকের সাউথ ওয়েস্টার্ন অ্যাভিনিউ থেকে বের করে আনা হয়েছে।

এলএপিডি সূত্র জানায়, মধ্যরাতের পর কয়েকজন ফায়ারফাইটার ফাতিমা জনসনের বাড়িতে উপস্থিত হয়। উদ্ধারের পর ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ফাতিমা কাজে বের না হওয়ায় পরিবারের সদস্যদের খোঁজাখুঁজির প্রেক্ষিতে তার মৃতদেহ উদ্ধার হয়েছে।

ফাতিমার মেয়ে হার্ভি জানান, রবিবার ভোররাতে তার মায়ের মৃতদেহ উদ্ধার হয়। এর আগে ফাতিমার গাড়ি ও অলংকার খোয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের জন্য ফাতিমার বয়ফ্রেন্ড দায়ী৷

হার্ভি জানান, 'আমার মায়ের বয়ফ্রেন্ড খুনের দায়ে ২৫ বছর জেল খেটে ছয় মাস আগে বের হয়েছে। আমরা এই সম্পর্কের বিষয়ে অবগত ছিলাম তবে নিরাপদ বোধ করিনি'।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ফাতিমার বয়ফ্রেন্ডকে সন্দেহের তালিকায়  রাখলেও এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ