যুক্তরাজ্যে শিথিল হচ্ছে করোনা নীতিমালা
ঘরের বাইরে মাস্ক পরিধানের বাধ্যবাধকতা থাকছে না যুক্তরাজ্যে। সেইসাথে শারীরিক দূরত্ব মানার বিধিনিষেধও উঠে যাচ্ছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সব সিদ্ধান্ত চূড়ান্ত পর্যবেক্ষণের পর নেয়া হবে। অগ্রগতি সন্তোষজনক হলে তবেই ১৯ জুলাই থেকে কার্যকর হতে পারে এই পরিকল্পনা। হাসপাতাল এবং লোকসমাগম হয় এমন স্থানে করোনা নীতিমালা মানতে হবে বলে স্পষ্ট করেন বরিস জনসন। পাশাপাশি, ওয়ার্কফ্রম হোম নীতিমালাও তুলে নেয়া হবে বলে জানান তিনি। বলেন, দীর্ঘদিন ঘরবন্দি অবস্থায় দাফতরিক কার্যক্রম পরিচালিত হয়েছে। এবার সময় এসেছে অফিসমুখী হওয়ার।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।