রাশিয়ায় মঙ্গলবার বিধ্বস্ত হওয়া বিমানটির কোনও আরোহী বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মেঘাচ্ছন্ন আকাশে কম দৃশ্যমানতার মধ্যে অবতরণের প্রস্তুতিকালে বিমানটি একটি পাহাড়ের ওপর বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে এর কোনও আরোহী বেঁচে নেই বলে প্রতীয়মান হচ্ছে।
এর আগে ২২ যাত্রী এবং ছয় ক্রু মিলিয়ে ২৮ আরোহী নিয়ে মাঝ আকাশ থেকে বিমানটি নিখোঁজের কথা জানায় রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে এন-২৬ উড়োজাহাজটি নিখোঁজের কথা জানানো হয়। পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, জরুরি মন্ত্রণালয়ের তৎপরতায় দুর্ঘটনাস্থলটির সন্ধান মিলেছে। তবে দুর্ঘটনাস্থলের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় ট্রান্সপোর্ট প্রসিকিউটর অফিসের মুখপাত্র ভ্যালেন্টিনা গ্লাজোভা জানান, উড়োজাহাজটি কামচাটকার প্রধান শহর পেদ্রাপাভলোভস্ক -কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে রওনা হয়েছিল। এক পর্যায়ে সেটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিখোঁজ হওয়া বিমানটি ১৯৮২ সাল থেকে সেবা দিয়ে আসছিল। সূত্র: রয়টার্স,