ইরাকে ফের মার্কিন সেনাদের গাড়িতে হামলা
ইরাকে ফের হামলার শিকার হলো মার্কিন সেনাবাহিনী। অতর্কিত ক্ষেপনাস্ত্রের হামলা চালানো হয়েছে লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়িটিতে। তবে, এতে তাৎক্ষণিকভঅবে হতাহতের খবর পাওয়া যায়নি। জানিয়েছে ইরাকের সাবেরিন টিভি চ্যানেল।
প্রতিবেদন অনুযায়ী, বাগদাদ প্রদেশের সারিয়ুশ শায়ালা পার হচ্ছিল লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়িটি। হঠাৎ ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়। হামলঅর উদ্দেশ্যে আগে থেকেই রাস্তায় ক্ষেপনাস্ত্র রাখা ছিল।
এরআগে রোববার বিকেলেও বাগদাদ প্রদেশে আরো একটি মার্কিন গাড়ি বহরে হামলা হয়। তবে এখনও হামলঅর দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী বা সংগঠন।