আইফোনে একের পর এক অ্যাপ ডাউনলোড করেছিল ছেলে। আর তার জন্য এক হাজার ৮০০ ডলারের বিল পরিশোধ করতে হলো বাবাকে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় এক লাখ ৫২ হাজার ৫৬৬। এ ঘটনা ঘটেছে ব্রিটেনের উত্তর ওয়েলসে।
৭ বছরের আশাজ তার বাবা মুহাম্মাদ মুতাজার আইফোনে ‘রাইজ অব ডার্ক’ গেমটি খেলছিল। প্রায় ঘণ্টাখানেক খেলার পর গেমটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাপ কিনতে বলা হয়। আশাজ একের পর এক অ্যাপ কিনতে শুরু করে। এক একটি অ্যাপের দাম ছিল ২ দশমিক ৭০ ডলার থেকে শুরু করে ১৩৮ ডলার পর্যন্ত। এ রকম বেশ কয়েকটি অ্যাপ কিনে ফেলেছিল আশাজ।
তার বাবার যখন বিষয়টি চোখে পড়ে ততক্ষণে সেই বিল গিয়ে দাঁড়িয়েছে এক হাজার ৮০০ ডলারে। কিভাবে এতো টাকা পরিশোধ করবেন! ভেবেই তার হাড় হিম হয়ে যাচ্ছিল। শেষমেশ নিজের গাড়ি বিক্রি করে সেই বিল মেটান মুতাজা।
প্রথমে ভেবেছিলেন কোনওভাবে তাকে প্রতারিত করা হয়েছে। কিন্তু পরে তিনি লেনদেনের মেইল পান। তাতে অর্থের পুরো পরিমাণ লেখা ছিল। মুতাজা বিষয়টি নিয়ে অ্যাপল-এর কাছে অভিযোগ জানান। তারা মুতাজাকে ২৮৭ ডলার ফেরত দিয়েছে।