গাজায় ইসরায়েলের বিমান হামলা
যুদ্ধবিরতি ভেঙেই চলেছে ইসরায়েল। থামছে না বর্বরতা। গাজা উপত্যকায় আবারও হয়েছে বিমান হামলা। শুক্রবার (২ জুন) ভোরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আল জাজিরা।
এক টুইট বার্তায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে, হামাসের একটি অস্ত্র কারখানায় হামলা চালানো হয়েছে। সেখানে আধুনিক অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলতো। গাজা থেকে বিস্ফোরক বেলুন পাঠানোর জবাব দেয়া হয়েছে বলে দাবি ইসরায়েলি ডিফেন্স ফোর্সের।
তবে, এ ব্যাপারে হামাসের কোনো বিবৃতি এখনও পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।