Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সিয়াটল-পোর্টল্যান্ডে রেকর্ড তাপমাত্রা

তাপদাহে পুড়ছে কানাডা, বাড়ছে প্রাণহানি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৪০, ৩০ জুন ২০২১

আপডেট: ২৩:০২, ৩০ জুন ২০২১

তাপদাহে পুড়ছে কানাডা, বাড়ছে প্রাণহানি

তাপদাহে অসুস্থ অনেকে

তীব্র তাপদাহে পুড়ছে কানাডার পশ্চিমাঞ্চল। প্রতিদিনই রেকর্ড ভাঙছে তাপমাত্রা। সবচেয়ে বেশি বিপর্যস্ত ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের মানুষ। রেকর্ড তাপমাত্রায় সেখানে মৃত্যুর সংখ্যা ২৩০ ছাড়িয়ে গেছে। খবর সিএনএন ও এএফপির।
 
জাতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজ্যটিতে মঙ্গলবারও ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।এতে হিট স্ট্রোক এবং সংশ্লিষ্ট রোগে আক্রান্ত কয়েকশ’ মানুষ। বাড়ছে প্রাণহানি। নিহতদের বেশিরভাগই প্রবীণ এবং কারাগারের বন্দি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আলবার্তা-সাসকাচুয়ান ও ইউকন রাজ্যেও জারি আছে সতর্কতা। 

এদিকে, মার্কিন শহর পোর্টল্যান্ড ও সিয়াটল ১৯৪০ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, মঙ্গলবার তাপমাত্রা ছিলো ৪৬ ডিগ্রি সেলসিয়াসের ওপর। অধিবাসীদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং পানি এবং তরল খাবার গ্রহণের কথাও বলছেন চিকিৎসকরা। 

সংবাদটি শেয়ার করুনঃ