Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

অক্সফোর্ডের গবেষণা

‘৬ মাস বিরতিতে তৃতীয় ডোজ দারুন কার্যকরী’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৮:৪৩, ২৯ জুন ২০২১

‘৬ মাস বিরতিতে তৃতীয় ডোজ দারুন কার্যকরী’

অক্সফোর্ডের ভ্যাকসিন

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নেয়ার ছয় মাস পর তৃতীয় ডোজ করোনা প্রতিরোধে দারুন কার্যকরী। এমনটাই দাবি করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। 

২৮ জুন সোমবার জানানো হয়, এ বিষয়ে গবেষণা চালিয়েছেন তারা। তাতে ইতিবাচক ফল পেয়েছেন। গবেষকদের দাবি, প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ৪৫ সপ্তাহের বিরতিতে অ্যান্টিবডি উৎপাদন বাড়ে। আর দ্বিতীয় ডোডের ছয় মাস পর তৃতীয় ডোজ অ্যান্টিবডি বৃদ্ধিতে আরও সহায়তা করে, সেইসাথে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নয়ন ঘটায়। 

যদিও এখনো পিয়ার রিভিউ করা হয়নি গবেষণাটির। বর্তমানে বিশ্বের ১৬০টি দেশে দেওয়া হচ্ছে অক্সফোর্ড উদ্ভাবিত ভ্যাকসিন।

সংবাদটি শেয়ার করুনঃ