
ব্রাহিম রইসি
ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন আলোচিত ইব্রাহিম রইসি। তাকে ভোট দিয়েছেন প্রায় ৯০ শতাংশ মানুষ। এরমধ্যে রইসি ১ কোটি ৮০ লাখের কিছু বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রইসির বিজয়ের খবরটি প্রকাশ করেছে।
নিউইয়র্ক টাইমস বলছে, ৬০ বছর বয়সী রইসি বর্তমানে দেশটির ক্ষমতাসীন সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম। গত নির্বাচনে তিনি হাসান রুহানির কাছে পরাজিত হয়েছিলেন। শিয়া সম্প্রদায়ের কট্টরপন্থীমহলে ব্যাপক জনপ্রিয় তিনি। রইসিকে অভিনন্দন জানিয়েছেন পরাজিত প্রার্থীরা।