Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কানাডার সুপ্রিম কোর্টে প্রথম মুসলিম বিচারপতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:৩১, ১৯ জুন ২০২১

কানাডার সুপ্রিম কোর্টে প্রথম মুসলিম বিচারপতি

কানাডার সুপ্রিম কোর্টের ১৪৬ বছরের ইতিহাস ভাঙলেন মাহমুদ জামাল। সর্বোচ্চ আদালতে প্রথম কোনো অশ্বেতাঙ্গকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই নিয়োগ দেন।

ট্রুডো বলেছেন, ‘বিচারপতি মাহমুদ জামালের সাফলমণ্ডিত কর্মজীবন রয়েছে। পেশাজীবনে তিনি অন্যদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আমাদের সুপ্রিম কোর্টের মূল্যবান সম্পদ হতে যাচ্ছেন তিনি। আমি তার ঐতিহাসিক মনোনয়ন ঘোষণা করছি।

জামালের বাবা-মা ভারতীয়। জন্ম কেনিয়ার নাইরোবিতে। পরে তিনি যুক্তরাজ্যে যান। যুক্তরাজ্যে পড়াশোনা করেন। সেখান থেকে কানাডায়। কানাডার বিখ্যাত দুই আইন বিদ্যালয়ে পড়াশোনা করে তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।

সংবাদটি শেয়ার করুনঃ