Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাইডেন-পুতিন বৈঠকে কী কথা হলো?

অভিক আহসান

প্রকাশিত: ০৮:৪২, ১৭ জুন ২০২১

আপডেট: ০৮:৪২, ১৭ জুন ২০২১

বাইডেন-পুতিন বৈঠকে কী কথা হলো?

বাইডেন-পুতিন বৈঠক

রুদ্ধশ্বাস বৈঠক, বলা চলে হেভিওয়েট বৈঠকও। সেটা বেশ ভালোভাবেই সম্পন্ন করলেন জো বাইডেন ও ভ্লাদিমিন পুতিন। একজন আরেকজনকে হাত বাড়িয়ে স্বাগত জানানো, হাস্যজ্বলমুখেই আনুষ্ঠানিকতা শুরু। টানা চারঘণ্টা চলে জেনেভা বৈঠক। তাতে কী বললেন সম্পর্কে তলানিতে থাকা দুই দেশের দুই শীর্ষ নেতা।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার হামলা, মানবাধিকার, আঞ্চলিক দ্বন্দ্ব-সংঘাত, অস্ত্র নিয়ন্ত্রণ, করোনা মহামারি, জলবায়ু পরিবর্তনসহ নানা ইস্যুতে কথা হয়েছে। তবে, সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে দু’দেশের সম্পর্কন্নোয়নের বিষয়টি। 

আলোচনায় বসতে সম্মত হওয়ায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান ভ্লাদিমির পুতিন। এই উদ্যোগ দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে জো বাইডেনও বলেছেন, যেকোনো সংকট সমাধানে মুখোমুখি আলোচনাই সবচেয়ে ভালো পন্থা।

চিরবৈরি দু’দেশের এমন বৈঠক ঘিরে আশাবাদী বিশেষজ্ঞরা। তারাও বলছেন, মুখোমুখি আলোচনাতেই সব সংকট সমাধান সম্ভব। 

সংবাদটি শেয়ার করুনঃ