
করোনাভাইরাস এর তান্ডবে সারা দুনিয়া এখন নাজেহাল। প্রতিদিনই সামনে আসছে নতুন তথ্য, বাড়াছে মৃত্যু আর আতঙ্ক। এরই মধ্যে সামনে এলো আরও ভয়ঙ্কর তথ্য। জানা গেছে , ভারতে এবার করোনার নতুন মারাত্মক ধরণ শনাক্ত হয়েছে যার নাম 'ডেল্টা প্লাস' । ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিউটেশনের মাধ্যমে ডেল্টা ভ্যারিয়েন্ট নতুন এই ধরণ তৈরি হয়েছে। এর নাম দেয়া হয়েছে ডেল্টা প্লাস বা এওয়াই ওয়ান ভ্যারিয়েন্ট। চলতি বছরের মার্চ থেকে অধিক সংক্রামক এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে। এই ধরণ মনোক্লোনাল অ্যান্টিবডিকেও আটকে দিতে পারে। তবে এখনও ব্যাপকভাবে না ছড়ানোয় উদ্বেগের কারণ নেই বলে মনে করা হচ্ছে।