
গাজায় ইসরায়েলের বিমান হামলা
বেনিয়ামিন নেতানিয়াহু বিদায়ের পরও ফিলিস্তিন ইস্যুতে আশার আশা দেখা গেলনা। ক্ষমতায় বসতে না বসতেই যেন নিজের জাতটা চেনালেন কট্টর ডানপন্থী ইহুদি নেতা নাফতালি বেনেট। তাইতো একমাসও কার্যকর হলো না যুদ্ধবিরতি। ২৫ দিনের মাথায় ধ্বংসস্তূপে পরিণত হলো গাজা উপত্যকা। হামলা চালালো ইসরায়েল।
আজ বুধবার (১৬ জুন) সকাল থেকে হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার কথা স্বীকার করেছে তেল আবিব। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসি ও আল-জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালে গাজা থেকে ডিভাইসযুক্ত গ্যাসীয় বেলুন পাঠানো হয় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দিকে। ইসরায়েলের ফায়ার সার্ভিস দাবি করে, ওই বেলুনের কারণে সেখানকার বেশ কিছু স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তারই জবাব দিতে এ হামলা বলে এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে।