Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাইডেন-পুতিন বৈঠক

বহু প্রতীক্ষিত বৈঠকের অপেক্ষায় বিশ্ব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০১:২৬, ১৬ জুন ২০২১

বহু প্রতীক্ষিত বৈঠকের অপেক্ষায় বিশ্ব

জো বাইডেন- ভ্লাদিমির পুতিন

যুক্তরাষ্ট্র-রাশিয়া। সম্পর্কের তলানিতে দুই দেশ। যতো প্রেসিডেন্ট এসেছে, গেছে ঘুরেফিরে সবার মনোভাব এক। কথার তীর ছোড়াছুড়ি। সেই পরাশক্তি দুই দেশের প্রধান বসছেন বৈঠকে। বুধবার জেনেভায় বহুল কাঙ্ক্ষিত সেই আলোচনা হওয়ার কথা রয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক থেকে কি আসতে পারে? তাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অবশ্য, দুই রাজনীতিকই উত্তেজনা প্রশমন এবং পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কে আগ্রহী বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নজরকাড়া ঘোষণার চেয়েও জরুরি দু'দেশের তীক্ততা দূর করা। তাতেই হাঁপ ছাড়বে বাদবাকি বিশ্ব।র পুতিন

বর্তমান বাস্তবতায় দু'দেশের সম্পর্কই এখন তলানিতে। এরকম মুহূর্তে মুখোমুখি বৈঠক। আলোচনার আগেই অবশ্য মার্কিন প্রেসিডেন্টের সাফ জবাব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোয় সমঝোতা।তা না হলে ভুগতে হবে রাশিয়াকে। প্রেসিডেন্ট পুতিনও কি ছাড় দেয়ার পাত্র। তাঁর দাবি, নিজ স্বার্থ অক্ষুন্ন রেখেই সমঝোতা। এখন দেখার অপেক্ষা বৈঠক কতটা ফলপ্রসু হয়।
 

সংবাদটি শেয়ার করুনঃ