
জো বাইডেন-রিসেপ তাইয়েপ এরদোগান
আলোচনার টেবিলে বিশ্বের প্রভাবশালী দুই নেতা। একজন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অপরজন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দীর্ঘ বৈঠকে অনেক বিষয়ে নিয়েই আলোচনা করেন তারা। এসেছে নানা সংকট সমাধানের আশ্বাস।
ন্যাটোর সাথে বিবাদ চলছে। তারমাঝেই মার্কিন প্রেসিডেন্টের সাথে সাইডলাইনে বৈঠকে বসেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আলোচনার শুরুতেই উঠে আসে ট্রান্স-আটলান্টিক অঞ্চলে নিরাপত্তা ইস্যু। ঝুঁকির জন্য চীন-রাশিয়ার সমালোচনা করেন জো বাইডেন। আলোচনায় উঠে আসে রাশিয়ার অস্ত্র, সিরিয়া ও লিবিয়া সংঘাতের মতো বড় ইস্যুগুলো। ভবিষ্যতে বিবদমান ইস্যুগুলো নিয়ে আরও কাজ করার কথা জানান তিনি। তুরস্ক-যুক্তরাষ্ট্র সম্পর্কে সত্যিকারের অগ্রগতি হবে বলে আত্মবিশ্বাসী বলে মন্তব্য করেন বাইডেন।
এই সাক্ষাতকে আন্তরিক বলে আখ্যা দেন এরদোগান। বলেন, যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে যে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে দ্বিপাক্ষিক সমস্যাগুলোর চেয়ে তা অনেক শক্তিশালী বলে মন্তব্য করেন তিনি। এস ফোর হান্ড্রেড ক্রয় নিয়ে অবস্থান স্পষ্ট করেন তুর্কি প্রেসিডেন্ট। দাবি করেন, যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট পাইনি বলেই রুশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে হয়েছে।