
যুক্তরাজ্যে লকডাউন বাড়লো ১৯ জুলাই পর্যন্ত
যুক্তরাজ্যে চলমান লকডাউন ১৯ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ কথা জানিয়েছেন।
বরিস জনসন বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের ঝুঁকি রয়েছে। সে কারণে লকডাউন প্রত্যাহারের পরিকল্পনা আরও এক মাস পেছানো হয়েছে। কড়াকড়ি উঠিয়ে নেয়ার চিন্তা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তাই, আগামী ১৯ জুলাই পর্যন্ত তা কঠোরভাবে মেনে চলতে হবে।
সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। দ্রুত গতিতে হাসপাতালে রোগীর চাপ বাড়বে। তাই কিছু দিন অপেক্ষা করাটাই দায়ীত্বশীল হবে বলেই মনে করেন তিনি।ভ্যাকসিন কার্যক্রম বাড়ানোর কথাও উল্লেখ করেন বরিস জনসন।