Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

রোবটের মাধ্যমে জমজমের পানি বিতরণ

সৌদি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৮, ১৩ জুন ২০২১

রোবটের মাধ্যমে জমজমের পানি বিতরণ

হাজীদের সেবায় রোবট ব্যবহারের ঘোষণার পর এবার জমজমের পানি বিতরণে রোবট ব্যবহারের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এটি উদ্বোধন করেছেন মক্কা ও মদিনা বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান আবদুল রাহমান আল সুদেইস। শহর দুটির অভ্যন্তরে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে সুদেইস বলেন, ‘মানুষের প্রয়োজনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে করোনাভাইরাসের সময় তা আরও বেড়েছে। আল্লাহর ইচ্ছায় এটি (রোবট) দুই পবিত্র মসজিদে মুসল্লিদের সুরক্ষা দিতে সহায়তা করছে।’

বিজ্ঞানের অগ্রযাত্রার প্রশংসা করে সুদেইসি বলেন, জমজমের পানির বোতল বিতরণের দায়িত্ব নিয়েছে রোবট। ফলে দুটি মসজিদে মুসল্লিদের চলাচলে কোনো বিঘ্ন তৈরি না করে এবং মানুষের সংস্পর্শে না এসেই পানি বিতরণ করছে রোবটটি।

করোনা সংক্রমণ রোধে মসজিদুল হারামে গত সপ্তাহ থেকে ১০টি উন্নত রোবট চালু করা হয়েছে। একটি অটোমেটিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এই রোবটগুলো পরিচালনা করা হচ্ছে। মসজিদের ছয়টি তলায়ই এগুলো সেবা দিচ্ছে। ফলে স্বাস্থ্যগত নিরাপত্তা বজায় রেখে বিধিনিষেধ মেনে চলা সম্ভব হচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ