Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সৌদির বাইরের কেউ হজ করতে পারবেন না এবারও

সৌদি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৪, ১২ জুন ২০২১

আপডেট: ১৭:২৬, ১২ জুন ২০২১

সৌদির বাইরের কেউ হজ করতে পারবেন না এবারও

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এ বছরও সৌদি আরবে অবস্থানরত মুসলমান ছাড়া বাইরের কেউ পবিত্র হজে অংশগ্রহণ করতে পারবে না। আজ ১২ জুন বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক প্রতিবেদনে সরকারের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে বসবাস করা অন্যান্য দেশের নাগরিকরাই কেবল এ বছর হজ করতে পারবেন। হাজীর সংখ্যাও নির্দিষ্ট করে দেয়া হয়েছে- ৬০ হাজার। প্রসঙ্গত, এর আগের বছর সৌদি আরবের বাইরের কাউকে হজ করার অনুমতি দেয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুনঃ