
জি-সেভেন সম্মেলনে শীর্ষ নেতারা
শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের শীর্ষ সম্মেলন চলছে। ব্রিটেনের সেন্ট ইভ দ্বীপে স্থানীয় সময় শুক্রবার (১১ জুন) দুপুরে শুরু হয় সম্মেলনটি।
ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিতের সাথে অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে ওঠাই এবারের সম্মেলনে আলোচনার মূল এজেন্ডা। পাশাপাশি সদস্য দেশগুলোর বাণিজ্য ঘাটতি দূর করা, জলবায়ু পরিবর্তনের ইস্যুগুলো নিয়েও আলোচনা হবে। আসতে পারে বৈশ্বিক উষ্ণতা ঠেকাতে বিকল্প জ্বালানীর ব্যবহার বাড়ানো বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত।
এদিকে, বৈঠকের আগে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাতে সম্পর্ক আরও মজবুত করার ঘোষণা দেন দুই প্রভাবশালী রাজনীতিবিদ।