
ইআইইউ`র জরিপ
ইআইইউ সারা পৃথিবীতে বসবাসযোগ্য ও বসবাস অযোগ্য শীর্ষ ৫ শহরের তালিকা প্রকাশ করেছে। চলুন জেনেই নেই সেই নামগুলো।
বসবাসযোগ্য শীর্ষ ৫ শহর। তালিকার ১ নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। এরপর রয়েছে জাপানের ওসাকা। ৩ নম্বরে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, ৪-এ নিউজিল্যান্ডের ওয়েলিংটন এবং জাপানের টোকিংও’র অবস্থান রয়েছে ৫-এ।
বসবাস অযোগ্য শীর্ষ ৫ শহর। ১৪০ পয়েন্ট নিয়ে প্রথমেই রয়েছে সিরিয়ার দামেস্ক শহরের নাম। এরপর যথাক্রমে নাইজেরিয়ার লেগোস, পাপুয়া নিউগিনির পোর্ট মোরসবি। ১৩৭ পয়েন্ট নিয়ে ৪ নম্বর অবস্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ৫-এ আছে আলজেরিয়ার আলজিয়ার্স।