
স্ট্যাচু অব লিবার্টি`র’ কৃষ্ণাঙ্গ রেপ্লিকা
প্যারিসের যাদুঘর থেকে স্ট্যাচু অব লিবার্টি'র কৃষ্ণাঙ্গ রেপ্লিকা পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে। মার্কিন-ফরাসি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো করার লক্ষ্যেই স্থাপত্যটি পাঠানো হচ্ছে।
১৮৭৮ সালে, ভাস্কর ফ্রেদেরিক অগাস্ত বারথোল্ডির নকশায় তৈরি হয় সাড়ে ৯ ফুট দৈর্ঘ্যের লেডি লিবার্টি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস- ৪ জুলাইর আগেই এটি পৌঁছাবে নিউইয়র্কে। তারআগে প্রদর্শিত হবে বিভিন্ন স্থানে। এই রেপ্লিকাটির আদলেই, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের উপকূলে স্থাপিত হয় স্ট্যাচু অব লিবার্টি।